তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যাওয়া বাংলাদেশ দল এখন দিল্লিতে। বিকেলে মাহমুদউল্লাহদের দিল্লি পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। তিনি জানান, ‘ভারতীয় সময় বিকেল ৫টায় বাংলাদেশ দল দিল্লিতে পৌঁছায়। দলের সবাই সুস্থ আছে।’
সাকিবের নিষেধাজ্ঞার সঙ্গে তামিম ইকবাল ও মোহাম্মদ সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় দ্বিতীয়বার টি-টোয়েন্টি দল ঘোষণা করতে হয়েছে নির্বাচকদের। সাকিবের জায়গায় তাইজুল ইসলাম, তামিমের জায়গায় মোহাম্মদ মিঠুন ও সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন আবু হায়দার রনি।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০০ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। ১৭ বছর পর প্রথমবার ভারতে কোনও টেস্ট খেলার সুযোগ পায় টাইগাররা। ২০১৭ সালে হায়দরাবাদে হয়েছিল ম্যাচটি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এবারই প্রথম ভারতে গেছে বাংলাদেশ।
৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে দুই দেশের লড়াই। ৭ নভেম্বর রাজকোটে ও ১০ নভেম্বরে নাগপুরে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি। এরপর ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। আর কলকাতায় দিবা-রাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর।
টি-টোয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম।