নতুন চুক্তিতে পিএসজি থেকে আবারও বার্সেলোনায় ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, এমনটাই জানিয়েছে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম। নেইমারকে ন্যু ক্যাম্পে, ফেরাতে চেষ্টার কমতি রাখছে না বার্সেলোনা। গত দুইদিন এ নিয়ে অনেক আলোচনা হয়েছে।
সবশেষ ১১৮ মিলিয়ন ইউরোর সঙ্গে তিনজন খেলোয়াড় দিতে চেয়েছিল বার্সা। তবুও সন্তুষ্ট হয়নি পিএসজি। এরই মধ্যে ‘গোল ডটকম’সহ কয়েকটি ক্রীড়া ওয়েবসাইট জানায়, ২০১৭ সালে ফরাসি ক্লাবটি ২২২ মিলিয়ন ইউরোতে কিনেছিল নেইমারকে। সেই দামেই নাকি নিতে রাজি হয়েছে বার্সা।
কিন্তু বার্সেলোনা কিংবা পিএসজি আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, ফ্রান্সের মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের অনুষ্ঠানে আবারও একত্রিত হবেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেম্যু এবং পিএসজির মালিক নাসের আল খেলাইফি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পাওে নেইমারের বিষয়ে।