ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের চতুর্থ রাউন্ডে উঠেছেন নোভাক জকোভিচ এবং রজার ফেদেরার। যুক্তরাষ্ট্রের ডেনিস কুদলাকে ৩-০ সেটে হারান জোকোভিচ। প্রথম সেট ৬-৩ গেমে জেতেন সার্বিয়ান তারকা। এরপর দ্বিতীয় আর তৃতীয় সেটে জয় পান ৬-৪, ৬-২ গেমে।
এর আগে বৃটিশ টেনিস খেলোয়াড় ড্যান ইভান্সকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন রজার ফেদেরার। সুইস তারকার বিপক্ষে কোন প্রতিরোধই গড়তে পারেননি ইভান্স। ৬-২,৬-২,৬-১ গেমে জিতে শেষ আটে উঠে যান ২০ টি গ্রান্ডস্লামের মালিক।