প্রায় শ’খানেক পুরুষ ও নারী খেলোয়াড়দের অংশ্রগহনে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে, সকালে চারদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর এবং টুর্নামেন্ট কমিটির সচিব আনোয়ার কবীর চৌধুরী বাবু। উদ্বোধনী দিনে পুরুষ ও নারী এককের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।