দক্ষিণ আফ্রিকাকে ২-১ গোলে পরাজিত করে আফ্রিকা নেশন্স কাপের সেমিফাইনালে উঠলো নাইজেরিয়া। আগামী রোববার ফাইনালে ওঠার লড়াইয়ে নাইজেরিয়ার প্রতিপক্ষ আইভোরিকোস্ট।
http://youtube.com/watch?v=Z7qjZErOx2I
মিশরের কায়রোতে, খেলার ২৭ মিনিটে অ্যালেক্স ইয়োবির ক্রসে বল পেয়ে দ্বিতীয় প্রচেষ্টায় নাইজেরিয়াকে এগিয়ে দেন, স্যামুয়েল চুকুয়েজ। বিরতির পর গোল শোধে নাইজেরিয়ার সীমানায় বারবার হান দেয়, দক্ষিণ আফ্রিকা। ৭১ মিনিটে সতীর্থের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে বঙ্গানি জঙ্গু ম্যাচে ১-১-এ সমতা আনেন।
নির্ধারিত সময়ের খেলা শেষের এক মিনিট আগে মোসেজ সিমনের কর্নার থেকে বল পেয়ে নাইজেরিয়ার পক্ষে জয়সূচক গোলটি করেন উইলিয়াম ট্রোস্ট একং।