কিউট মহিলা হ্যান্ডবল লিগে জয় পেয়েছে মেরিনার, দিলকুশা ও মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টার। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে, দিনের প্রথম খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৩৭-২৬ গোলে ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২১-১৪ গোলে এগিয়ে ছিল। ঢাকা মেরিনারের ভাবনা ১৭ টি গোল করেন। ভিকারুননিসার রুবিনা ও মিষ্টি ৮ টি করে গোল করেন।
বিকেলে দিলকুশা স্পোর্টিং ক্লাব ৬০-১ গোলে গফুর বেলুচ স্মৃতি সংসদকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২৪-০ গোলে এগিয়ে ছিল। অন্য খেলায় মাদারীপুর হ্যান্ডবল ট্রের্ণিং সেন্টার ২৯-২৭ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৪-১১ গোলে পিছিয়ে ছিল। মাদারীপুরের মনিকা ১৪ টি গোল করেন এবং আরামবাগ ক্রীড়া সংঘের শিল্পি ও আছিয়া ৮টি করে গোল করেন।