আগামী বৃহষ্পতিবার থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের আগেই ডেভিড ওয়ার্নারের ইনজুরির দুঃসংবাদ পেলো সফরকারী অস্ট্রেলিয়া। সকালে অনুশিলনের সময় হাঁটুতে বলের আঘাতে মাঠ পেয়ে মাঠ ছাড়েন তিনি।
তবে, টপ অর্ডার ব্যাটসম্যান ওসমান খাজার ফিটনেস টেস্টে উতরে যাওয়া নিঃসন্দেহে তাদের জন্য বড় এক নির্ভরতা। ফিল্ডিং, রানিংয়ের পর প্রায় ৪৫ মিনিট ব্যাট করেন এই ডানহাতি। বৃহস্পতিবার এজবাস্টনে পাঁচম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।