বিশ্বকাপে প্রাথমিক পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে করে বাংলাদেশকে সরিয়ে পয়েন্ট টেবিলের সপ্তমস্থানে এখন প্রোটিয়ারা।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথমে ব্যাট করে অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে, ডেভিড ওয়ার্নারের ১২২ রানও অস্ট্রেলিয়াকে জেতাতে পারেনি। এক বল আগেই অলআউট হয় তারা ৩১৫ রানে।
এতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে দ্বিতীয় হওয়ায় সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর অন্য সেমিতে, পয়েন্ট তালিকার শীর্ষ দল ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।