দেশ-বিদেশের সাতশ’ নারী ও পুরুষ অ্যামেচার গলফারের অংশগ্রহণে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এজিসি-ওয়ালটন এয়ার কন্ডিশনার ঈদ পুনর্মিলনী কাপ গলফ টুর্নামেন্ট’। পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
আর্মি গলফ ক্লাবের ৫ টি ক্যাটাগরিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ক্যাটাগরিগুলো হল- লেডিস, জুনিয়র, ভ্যাটারান, রেগুলার ও সিনিয়র। অ্যামেচার টুর্নামেন্ট হওয়ায় কোনো প্রাইজমানি থাকছে না। তবে ট্রফি ও অন্যান্য পুরস্কার রয়েছে। সকালে ওয়ালটন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট এসএম নুরুল আলম রেজভীর উপস্থিতিতে আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল এসএম শাফিউদ্দিন আহমেদ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
২৩ জুলাই মঙ্গলবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। মিডিয়া পার্টনার এটিএন বাংলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।