কিউট মহিলা হ্যান্ডবল লিগের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে আগামীকাল বুধবার। আজ মঙ্গলবার প্রথম খেলায় মাদারীপুর হ্যান্ডবল ট্রের্নিং সেন্টার ৬৯-২৫ গোলে আর এন স্পোর্টস হোমকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৩৯-১২ গোলে এগিয়ে ছিল।
বিকেলে অন্য ম্যাচে, দিলকুশা স্পোর্টিং ক্লাব ২৮-২৬ গোলে ভিকারুননিসা নূন স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ১৫-১২ গোলে এগিয়ে ছিল।