উইম্বলডন টেনিসের প্রথম দিনেই অঘটন শুরু হয়েছে। তাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন বিশ্বের দুই নম্বর নারী টেনিস তারকা নাওমি ওসাকা। কাজাখস্তানের ইউলিয়া পাতিনস্তেভা ৭-৬ ও ৬-২ সরাসরি সেটে পরাজিত করে অঘটনের জন্ম দেন।
অবশ্য এবারই ইউলিয়ার কাছে প্রথম হারলেন না ওসাকা। এটি তার টানা দ্বিতীয় পরাজয়। এর আগে, গত জুনে বার্মিংহামে নেচার্স ভ্যালি ক্ল্যাসিক্সে ইউলিয়া পাতিনস্তেভার কাছে পরাজিত হয়েছিলেন নাওমি ওসাকা। অর্থাৎ টানা দ্বিতীয়বার ওসাকাকে পরাজিত করেন পাতিনস্তেভা।
অবশ্য দুইটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক নাওমি ওসাকা ঘাসের মাঠে কখনওই খুবএকটা সুবিধা করতে পারেন না। কিন্তু তাই বলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেবেন, এমনটাও ভাবা যায়না। এই জয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাতিনস্তেভা বলেন, এটা অবিশ্বস্য! আমি ভাবতেই পারছিন যে ম্যাচটা জিতেছি। তবে কাজটা করতে পারায় আমি বেশ খুশি।