এজবাস্টনে বুধবার রাতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারের লড়াইটা জমিয়ে দিয়েছে পাকিস্তান। আপাতত স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন অজিরা। তবে পাকিস্তানকে হারাতে পারলে শেষ চারের টিকিট পেয়ে যেতো নিউজিল্যান্ডও। তার উল্টোটা হওয়ায় জমে উঠেছে বিশ্বকাপের সেমিতে উঠার পরের তিনটি দল হওয়ার লড়াই। এবার সেমিতে ওঠার লড়াইয়ে বাকি তিনটি স্থানের জন্য লড়াই চলবে।
আজ বৃহস্পতিবার যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় ভারত, তাহলে বিরাট কোহলির দলও সেমিতে উঠবে। সোজা কথা বললে, অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। আর কার্যত ওঠার পথে আছে ভারত। তবে পাকিস্তানের কাছে হারলেও সম্ভাবনা রয়েছে কিউইদেরও। এখন প্রশ্ন, চতুর্থ দল হিসেবে কোন দল সেমিতে উঠবে।
সেই লড়াইয়ে মূলত: আছে চারটি দল ইংল্যান্ড (৭ ম্যাচে ৮ পয়েন্ট), বাংলাদেশ (৭ ম্যাচে ৭ পয়েন্ট), পাকিস্তান (৭ ম্যাচে ৭ পয়েন্ট), শ্রীলঙ্কা (৭ ম্যাচে ৬ পয়েন্ট)। এখন সেমিতে ওঠার লড়াইয়ে আসল লড়াই পাকিস্তান, ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যে হয়ে দাঁড়াতে পারে।
এক নজরে দেখে নেওয়া যাক সেমিতে উঠতে গেলে কোন দলকে কী করতে হবে
অস্ট্রেলিয়া ( ৭ ম্যাচে ১২ পয়েন্ট): ইতোমধ্যেই সেমিতে উঠে গেছে।
নিউজিল্যান্ড (৭ ম্যাচে ১১ পয়েন্ট): বাকি দুটি ম্যাচের একটাতে জিতলেই চলবে।
ভারত (৫ ম্যাচে ৯ পয়েন্ট): আজ ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিতে। তবে বাকি চারটি ম্যাচের দুটিতে জিতলেই চলবে। টিম ইন্ডিয়ার শেষ চারটি ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা।
ইংল্যান্ড (৭ ম্যাচে ৮ পয়েন্ট): শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে টানা দুই ম্যাচে খারাপভাবে হারের পর খাদের কিনারায় এখন বিশ্বকাপের স্বাগতিকরা। ইয়ন মর্গানের দলের বাকি আছে দুটি কঠিন ম্যাচ। ৩০ জুন ভারতের বিরুদ্ধে খেলার পর শেষ ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দুটোতেই জিততে হবে ইংল্যান্ডকে।
বাংলাদেশ ( ৭ ম্যাচে ৭ পয়েন্ট): বাংলাদেশ তাদের শেষ দুটি ম্যাচে জিতলে সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে। তবে প্রতিপক্ষ এশিয়ার এই দুই সুপার পাওয়ার ভারত ও পাকিস্তান। এই দুটি ম্যাচে জিততে হবে সাকিবদের। অন্যথা হলেই বিদায়। তবে বাংলাদেশকে শুধু জিতলেই হবে না, ইংল্যান্ডের ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
পাকিস্তান (৭ ম্যাচে ৭ পয়েন্ট): বাবর আজমের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারের তিনটি দলের লড়াইকে কার্যত জমিয়ে দিয়েছে সরফরাজ আহমেদের দল। এখন বাংলাদেশ তো বটেই স্বাগতিক ইংল্যান্ডেরও বাদ পড়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। তাদের শেষ দুই প্রতিপক্ষ আফগানিস্তান (২৯ জুন) ও বাংলাদেশ (৫ জুলাই)।
শ্রীলঙ্কা ( ৬ ম্যাচে ৫ পয়েন্ট): ইংল্যান্ডকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে দিয়ে শ্রীলঙ্কা আচমকা শেষ চারের লড়াইয়ের আশাটা বাঁচিয়ে রেখেছে। মালিঙ্গারা তাদের শেষ তিনটি ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকা (২৮ জুন), ওয়েস্ট ইন্ডিজ (১ জুলাই) ও ভারতের (৬ জুলাই) বিপক্ষে। অসাধ্য সাধন করতে হলে শ্রীলঙ্কাকে তিনটি ম্যাচই জিততে হবে।
ওয়েস্ট ইন্ডিজ ( ৬ ম্যাচে ৩ পয়েন্ট): কার্যত বিদায় নিয়েছে। আজ ভারতের কাছে হারলে বিদায় সম্পূর্ণ নিশ্চিত হবে। এদিকে, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।