বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। হট ফেভারিটদের বিপক্ষে এই পরাজয় অনুমিতই ছিল। ভারতের করা ৩৫৯ রানের জবাবে ২৬৪ রানে অলআউট হয় মাশরাফিবাহিনী।
বিশ্বকাপের মূলপর্ব শুরু হওয়ার আগে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় দিয়েই বিশ্বকাপের অন্তিম প্রস্তুতি সারল বিরাট কোহলির দল। আজ মঙ্গলবার কার্ডিফে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া শতকে টস হারা ভারত ৭ উইকেটে তোলে ৩৫৯ রান। জবাবে বাংলেদেশ ইনিংস শেষ হয়ে গেল ২৬৪ রানে।