বিশ্বকাপে আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের শ্যূটাররা। গত সোমবার রাতে জার্মানীর মিউনিখে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার পিস্তলে ১৬২ জনের মধ্যে বাংলাদেশের শাকিল আহমেদ ৫৬৫ স্কোরে ১০৯তম আর ৫৬০ স্কোরে পলাশ হোসেন হয়েছেন ১৩৫তম।
এই ইভেন্টে ভারতের সৌরভ চৌধুরী ২৪৬.৩ স্কোরে স্বর্ণ, রাশিয়ার আরতেম চেরনোসভ ২৪৩.৮ স্কোরে রুপা এবং চীনের ওয়েপেং ২২০.৭ স্কোরে ব্রোঞ্জপদক জেতেন। ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছেন কমনওয়েলথ গেমসে দু’টি রুপা জয়ী আবদুল্লাহেল বাকীও। ১০ মিটার এয়ার রাইফেলে ৬২১.৭ স্কোরে ৮১তম হন তিনি। ১৪৪ জনের মধ্যে রবিউল ইসলাম ৫১৭.৯ স্কোরে ১২৯তম হয়েছেন।