বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের বাস্কেটবল ইভেন্টে শিরোপা জিতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজ সোমবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাস্কেটবল মাঠে, প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৭০-৫৭ পয়েন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এর আগে, ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রধান অতিথি তাপস ফাইনাল ম্যাচের উদ্বোধনকালে বলেন, শিক্ষাঙ্গনকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। যুবকরা যত বেশী খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে জাতিগঠণনে তাদের ভুমিকাও আরো জোড়ালো হবে। ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ শ্লোগানের মধ্যেই বিষয়টি পরিস্কারভাবে ফুটে উঠেছে।’
খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন, সংসদ সদস্য নাহিম রাজ্জাক। এ সময় এআইইউবি’র উপাচার্য ড. কারমেন জেড লামাগনা ও স্পন্সর প্রতিষ্ঠান মধুমতি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সাইফুল আজম উপস্থিত ছিলেন।