প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে পাললিক গ্রুপের মোহতাসিন আহমেদ হৃদয় এবং নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন আবাহনীর সোনম সুলতানা সোমা।
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে, আজ বুধবার পুরুষ এককের ফাইনালে পাললিক গ্রুপের মোহতাসিন আহমেদ হৃদয় ৪-২ সেটে শেখ রাসেলের ইমরান হোসেন হৃদয়কে হারিয়ে শিরোপা জেতেন। অন্যদিকে মহিলা এককে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর নড়াইলের মৌমিতা আলম রুমিকে ৪-৩ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন, আবাহনীর সোনম সুলতানা সোমা।
খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন, অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।