অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেররার। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২০টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার এক ঘাম ঝরানো ম্যাচে, ব্রিটিশ কোয়ালিফায়ার ড্যান ইভান্সের বিপক্ষে ৭-৬, ৭-৬ ও ৬-৩ সেটে জয় পান।
এদিকে, মেলবোর্ন পার্কে নারী এককের ম্যাচে, ডাবলস পার্টনার টিমিয়া ব্যাবোসকে হারিয়ে ২০১৪ সালের পর কোনো গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন, যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেন্স। তিনি জয় পান ৬-৩ ও ৬-১ সেটে।
সর্বাধিক পঠিত