চীনের সেনঝেন ওপেন টেনিসে জয় দিয়েই শুরু করলেন রাশিয়ান সুইট হার্ট মারিয়া শারাপোভা। আজ সোমবার তিনি ৬-২ ও ৭-৬ গেমে পরাজিত করেন সুইজারল্যান্ডের টিমিয়া ব্যাসিনস্কিকে।
কাঁধের ইনজুরি শেষে গত সেপ্টেম্বরে শারাপোভা টেনিসে ফেরেন। অবশ্য গত বছর এই সেনঝেন ওপেনে সেমিফাইনাল খেলেছিলেন তিনি। ব্যাসিনস্কি প্রথম সেটে শারাপোভার আক্রমনে কোনঠাসা হয়ে পড়লেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তাতে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে। কিন্তু শারাপোভার কাছে শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ টেকেনি। অবাছাই সুইস খেলোয়াড় টিমিয়া ব্যাসিনস্কিকে পরাজিত করে পরের রাউন্ডে উঠে যান রাশান ড্রিমগার্ল।
এই জয়ে পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী শারাপোভা চীনের ওয়াং শিনুই’র বিপক্ষে লড়বেন। এরআগে, শিনুই ৭-৬ ও ৬-৪ গেমে স্বদেশী ঝুন ফেং ইংকে হারান।