আইসিসি’র বর্ষসেরা নারী টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। আজ সোমবার দুপুরে ২০১৮ সালের সেরা ওয়ানডে আর টি-টোয়েন্টি নারী দল ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে দলে বাংলাদেশের কেউ সুযোগ পাননি। তবে টি-টোয়েন্টি দলে প্রতিনিধিত্ব করছেন রুমানা আহমেদ।
২০১৮ সালে ২৪ ম্যাচ খেলে তিনি তুলে নেন ৩০টি উইকেট। দেশের হয়ে ৫৮টি টি-টোয়েন্টিতে রুমানা নিয়েছেন ৫২ উইকেট। ব্যাট হাতে করেছেন ৬৬৩ রান। আইসিসি ঘোষিত এই দলে অস্ট্রেলিয়ার ৪ জন, ভারতের ৩ জন, নিউজিল্যান্ডের ২ জন, আর ইংল্যান্ড এবং বাংলাদেশের একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।