নেপালে অনুষ্ঠিত (২৩ থেকে ২৫ নভেম্বর) প্রথম সাউথ এশিয়ান বডিবিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শরীরগঠন দল দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছে।
মেনস বডিবিল্ডিং ডিভিশনে সুমন চন্দ্র দাস স্বর্ণ পদক, রিয়াজউদ্দিন ও আল আমিন শরীফ রৌপ্য পদক এবং আবু সাঈদ মোল্লা ও মিতু চোকদার ব্রোঞ্জ পদক জয় করেন।
মেনস ফিজিক ডিভিশনে ইমরানুল হক স্বর্ণ পদক ও আরিফ চৌধুরী অপু রৌপ্য পদক জেতেন।