ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টেও জয় চায় বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিততে তাই রক্ষণাত্মক না খেলার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। ঢাকা টেস্টের আগে অনুশীলন শেষে একথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহমান আহত হওয়ায় ব্যাকআপ হিসেবে দলে লিটন দাসকে রাখা হয়েছে। তবে সাকিব জানিয়েছেন, মুশফিকের ইনজুরি গুরুতর নয়। তার খেলা এবং কিপিং করার সম্ভাবনা অনেক বেশি। সাকিব আরো জানান, নতুন ব্যাটসম্যান সাদমান ইসলামের খেলার ধরণ টেস্টের সাথে বেশ মানানসই হওয়ায় এবার তাকে দলে নেয়া হয়েছে।