ফিফা র্যাংকিংয়ে দুইধাপ এগিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা সবশেষ র্যাংকিং প্রকাশ করেছে। তবে শীর্ষ পাচ দলের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। প্রথম স্থানে আছে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম। আর বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আছে দ্বিতীয় অবস্থানে। ব্রাজিল তৃতীয়, রানার্সআপ ক্রোয়েশিয়া চতুর্থ, ইংল্যান্ড পঞ্চম আর উরুগুয়েকে একধাপ পেছনে ঠেলে ষষ্ঠস্থানে উঠে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
র্যাংকিংয়ে দুইধাপ এগিয়ে বাংলাদেশ এখন উঠে এসেছে ১৯২ তম স্থানে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচে’ এগিয়ে আছে ভারত। র্যাংকিং না বাড়লেও তারা আছে ৯৭ তম স্থানে। একধাপ নেমে মালদ্বীপ আছে র্যাংকিংয়ের ১৫২ তম স্থানে। এই দুই দেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ওপরে অবস্থান নেপাল (১৬২) ও ভুটানের (১৮৬)। আর পরে আছে পাকিস্তান (১৯৯) ও শ্রীলঙ্কা (২০১)।