ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাসেই খেলেই খুশি আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। তিনি বেশ জোর দিয়েই এ কথা বলেন।
গত রাতেই আর্জেন্টিনার পক্ষে জীবনের প্রথম গোল করেন তিনি। অবশ্য এর আগে থেকেই দিবালার বায়ার্ন মিউনিখে যাোগ দেওয়ার ব্যাপারে গুঞ্জন ছিলো। সে সব উড়িয়ে দিয়ে তিনি জানান, ‘জুভেন্টাসে খেলেই আমি খুশি।’
এরপর দিবালা বলেন, ট্রান্সফার মার্কেটে আলোচনা চলতেই পারে। তাতে যে আমি জুভেন্টাসে খুশি নয় তেমনটা না, এই ক্লাবে খেলেই খুশি। দলবদল নিয়ে আমি ভাবছিনা। সেটা আলোচনার কোনো বিষয় নয়।
সর্বাধিক পঠিত