সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের সেমিফাইনালে উঠে প্রথম লক্ষ্য পুরণ হয়েছে বাংলাদেশের কিশোরদের। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় নেপালের কাঠমান্ডুতে, ফাইনালের টিকিট পেতে ভারতের মুখোমুখি হবে পারভেজ বাবুর দল।
এই ম্যাচটি জিতে শিরোপা লড়াইয়ে যেতে চায় বাংলাদেশ। সেজন্য কাঠমান্ডুর ললিতপুর আনফা কমপ্লেক্সে কঠোর অনুশীলন করে বাংলাদেশের কিশোর ফুটবলাররা।
এরআগে, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের দল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।
কোচ পারভেজ বাবু ভারতকে সমীহ করলেও তাদেরকে হারিয়েই ফাইনাল খেলতে আশাবাদী।