বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের শিরোপা জেতায় চ্যাম্পিয়ন ফিলিস্তিন দল স্বর্নের ট্রফি ও মেডেল ছাড়াও ৫০ হাজার ডলার অর্থ পুরষ্কার হিসেবে জিতে নেয়। আর রানারআপ তাজিকিস্তান দলকে সিলভার ট্রফি ও সিলভার মেডেল ছাড়াও ২৫ হাজার ডলার অর্থ পুরষ্কার দেয়া হয়।
এছাড়া অন্য পুরষ্কারগুলো হলো:
ফেয়ার প্লে ট্রফি: বাংলাদেশ দল
টুর্নামেন্ট সেরা: তাবরেজি দাভলাটমির (ফিলিস্তিন)
ফাইনালের সেরা: রামিক হামেদী (ফিলিস্তিন-গোলকিপার)
সর্বোচ্চ গোলদাতা: তুরসনভ কমরন (তাজিকিস্তান-গোল্ডেন বুট)
সেরা উদীয়মান খেলোয়াড়: বিপ্লব আহমেদ (বাংলাদেশ)
সেরা গোলকিপার: রিজোয়েভ রুস্তম ( গোল্ডেন গ্লোভ)।