আঙুলের ইনজুরির কারণে সাকিব আল হাসান না থাকায় জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশ টেস্ট এবং টি-টোয়েন্টি দলের নেতৃত্ব মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধেই ওঠার কথা ছিল। হচ্ছেও তাই। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক রিয়াদই নেতৃত্ব দেবেন।
বৃহস্পতিবার ঢাকা ক্লাবে জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশীপের পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সাকিবের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সাকিব আল হাসান, বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। আর মাশরাফী বিন মোর্তুজা আছেন ওয়ানডে দলের নেতৃত্বে।
সর্বাধিক পঠিত