তৃতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। আগের দুইবার স্বপ্নভঙ্গ হলেও এবার নতুন ইতিহাস গড়তে চায় টাইগাররা। আজ ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেন শোবিজ তারকারা।
আমাদের ভালো সম্ভাবনা আছে / শাফিন আহমেদ,সংগীতশিল্পী
আমি মনে করি, আজকের ফাইনালে আমাদের জেতার ভালো সম্ভাবনা আছে। এই মুহূর্তে বাংলাদেশের টিম স্পিরিট দুর্দান্ত! এটাকে ধরে রাখতে পারলে মোমেন্টামটা আমাদের দিকে চলে আসবে। সাকিব-তামিমকে ছাড়াই গত ম্যাচটা আমরা যেভাবে জিতেছি, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ফাইনালেও আমার দৃষ্টি মুশফিক-মাহমুদ উল্লাহর দিকে। তাঁদের সঙ্গে যদি নতুনরাও জ্বলে উঠতে পারেন, তাহলে ভালো স্কোর হতে পারে। মুস্তাফিজ আবারও তাঁর স্বরূপে ফিরেছেন। গত দুটি ম্যাচে তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। আজও তাঁর দিকে চেয়ে থাকবে পুরো জাতি। পাশাপাশি মাশরাফি, মিরাজরাও অবদান রাখতে পারেন। গত দুইবারের দুঃখ ভুলে ট্রফিটা জেতার জন্য টাইগাররা এবার জীবন বাজি রেখে লড়বে বলেই আমার বিশ্বাস।
মন বলছে আমরাই জিতবো / শারমিন সুলতানা সুমি, সংগীতশিল্পী
মন বলছে আজকের ম্যাচটা আমরাই জিতব। সে ক্ষেত্রে খেলাটা ফেয়ার হওয়া জরুরি। সাকিব-তামিমকে ছাড়াই বাংলাদেশ গত ম্যাচটা জিতেছে। টানা জিতেছে দুই ম্যাচ। প্রচণ্ড গরমের কারণে প্লেয়ারদের খেলতে খুব কষ্ট হচ্ছে। এই দলের অধিনায়ক মাশরাফির মধ্যে অদ্ভুত একটা শক্তি আছে। সেই শক্তিটা তিনি সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। যার ফলে শেষ মুহূর্ত পর্যন্ত সবাই লড়াই করে যাচ্ছেন। ফলও অনুকূলে আসছে। বিজয়ের হাওয়াটা এবার বাংলাদেশের দিকে বইছে। আগেও দুইবার আমরা এশিয়া কাপের ফাইনালে হেরেছি। এ নিয়ে তৃতীয়বার। আবার পর পর দুটি ম্যাচ জিতে এবার তৃতীয়টির সামনে। কথায় আছে না পর পর তিন দান। সেটা হয়ে গেলে ট্রফিটা আমাদের ঘরেই আসবে। তবে আগে ব্যাটিং পড়লে রানটা আরো বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।