পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর অনুপ্রেরণা নিয়ে নেপালের সঙ্গেও জয় চাইছে বাংলাদেশের কিশোরীরা।
ভুটানের রাজধানী থিম্পুর চাং লিমিথাং স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশীপে নেপালের বিপক্ষে লড়াইয়ের আগে, নিজেদের প্রস্তুত করে নিচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কিশোরীরা। দলের মিডফিল্ডার নিলুফার ইয়াসমিন জানান, পাকিস্তানের চেয়ে নেপাল ভালো দল হলেও, জয়ের জন্য সেরা খেলাটাই খেলবেন তারা।
প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে দুই ঘন্টা অনুশীলন করে বাংলাদেশের কিশোরীরা। জয় পেতে তারা দেশবাসীর কাছে দোয়া কামনাও করেন।
সর্বাধিক পঠিত