পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান নাসির জামশেদকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান সুপার লিগ-পিএসএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অপরাধে তাকে নিষিদ্ধ করা হয়। আজ শুক্রবার নাসির জামশেদের বিপক্ষে এই রায় দেয়া হয়।
অবশ্য তদন্ত কাজে সহযোগিতা না করার অপরাধে এর আগেই নাসির জামশেদকে গত বছর ১২ মাসের জন্য নিষিদ্ধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি। অন্য আরো পাঁচটি অভিযোগে এবার তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তদন্ত কাজে অসহযোগিতা ছাড়াও এই পাঁচ অভিযোগের মধ্যে আছে- বুকিদের সঙ্গে যোগাযোগ রাখা, স্পট ফিক্সিংয়ে জড়িত থাকা এবং তথ্য পাচার করা।
সর্বাধিক পঠিত