বিশ্বকাপ শেষ। শুরু হয়েছে ফুটবলের আরও একটি নতুন মৌসুম। কিন্তু ফুটবলারদের ছুটি যেনো কাটছেই না। এই যেমন ধরুন, বার্সেলোনার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচের কথা। স্ত্রী-সন্তান নিয়ে ছুটি কাটাচ্ছেন তিনি। অথচ দল খেলছে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ।
২০১৩ সালে রেকুয়েল মউরাকে বিয়ে করেন রাকিটিচ। এই দম্পতির দুটো সন্তানও আছে। অবশ্য তাদের যোগাযোগ হয়েছিল একটা বারে।২০১১ সালে, ২১ বছর বয়সী রাকিটিচ যোগ দেন স্প্যানিশ দল সেভিয়ায়। আর তখন মউরা সেখানকার একটি বারে কাজ করতেন। পরে আলাপ-আলোচনা থেকে ঘনিষ্টতা। অবশেষে বিয়ে। ঘর-সংসার।
এই মাসের শেষ দিকে, রাকিটিচ বার্সেলোনার সঙ্গে যোগ দেবেন। অবশ্য বিশ্বকাপে অংশ নেয়া বেশির ভাগ খেলোয়াড়কেই বার্সা কর্তৃপক্ষ আগেই ছুটি দিয়ে রেখেছে।
অবশ্য এই মৌসুমে ইভান রাকিটিচের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বে বার্সেলোনা। কারণ তাদের মাঝমাঠের শিল্পী আন্দ্রেস ইনিয়েস্তা, জাপানের দল ভ্যাসেল কোবে’তে যোগ দিয়েছেন।