দ্বিতীয় টি-টোয়েন্টিতেও স্বাগতিক আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে তিন ম্যাচের সিরিজ জিতল বাংলাদেশের নারী ক্রিকেটররা। ডাবলিনে, ৪ উইকেটে ১২৪ রানের জবাবে ৬ উইকেটে ১২৫ রান করে জয় পায় সালমারা। আগের দিন প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শেষ বলে জয় পায় বাংলাদেশের নারীরা।
বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগ্রেসরা। তাও আবার বিদেশের মাটিতে। ২০১৬ সালে এই আয়ারল্যান্ডের কাছেই সিরিজ হেরেছিল বাংলাদেশের মেয়েরা।
ডাবলিনে শুক্রবার আয়ারল্যান্ডের মেয়েরা প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে ২০তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সানজিদা ইসলাম। তাতে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশের মেয়েরা।
১২৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ রানে আয়শার উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ফারজানাকে নিয়ে দলের স্কোরে ৭৫ রান যোগ করেন শামীমা সুলতানা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে ৪৯ বলে ৫১ রান করে শামীমা সুলতানা সাজঘরে ফেরেন।
এরপর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। পরের ২১ রান তুলতেই হারায় ৫টি উইকেট। ৯৬ রানে শামীমা, ১০৪ রানে ফারজানা (৩৫), ১০৮ রানে রুমানা আহমেদ (২), ১১০ রানে নিগার সুলতানা (৫) ও ১১৭ রানে ফাহিমা খাতুন বিদায় নেন।
তাতে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন হয় ৬ রান। সানজিদা ইসলাম আয়ারল্যান্ডের রিচার্ডসনের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন। সানজিদা ১১ ও জাহানারা আলম ১ রানে অপরাজিত থাকেন। আইরিশ বোলারদের মধ্যে ডিলানি ও মেটকাফে ২টি করে উইকেট নেন।
এর আগে, আয়ারল্যান্ডের ইনিংসে ব্যাট হাতে একাই লড়ে যান সিসিলিয়া জয়সি। তিনি ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬০ রান করেন। অধিনায়ক লুরা ডেলানির ব্যাট থেকে ২০ ও কাভানাফ করেন ১৫ রান। বল হাতে বাংলাদেশের জাহানারা আলম ও নাহিদা আক্তার ২টি করে উইকেট নেন।