আদনান জানুযাইয়ের দেয়া একমাত্র গোলে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ‘জি’ গ্র“পের চ্যাম্পিয়ন হিসেবেই নট আউট পর্বে বেলজিয়ান। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ জাপান। আর কলম্বিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। অন্যদিকে, নিয়মরার ম্যাচে পানামাকে ২-১ গোলে হারিয়েছে তিউনিসিয়া।
গ্রুপ পর্বে টানা তিন জয়ে দাপটের সাথেই নক আউট পর্বে উঠলো সোনালি প্রজন্মের দল বেলজিময়াম। সেই সাথে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মত জয়ের স্বাদ পেলো তারা।
আগেই দুই দলের শেষ ষোল নিশ্চিত হওয়ায় কালিনিনগ্রাদের এই ম্যাচটি ছিলো যেন ডাগ আউটে বসে থাকাদের পরীক্ষার সুযোগ। দুই দল মিলিয়ে পরিবর্তন মোট ১৭ টি। । তাই গা-বাচানোর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্র-য়ে।
তবে ৫১ মিনিটে বেলজিয়ামের হয়ে জয়সূচক গোলটি করেন আদনান জানুযাই। জাতীয় দলের জার্সি গায়ে আদনান নিজের প্রথম গোলটি করেন দৃষ্টি নন্দন এক শটে।
বাকি সময়ে গোল করার ভাল সুযোগ পেয়েছিলো দুদলই। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় স্কোরে কোন পরিবর্তন আসেনি। তাতের হট ফেভারিটের মতই নক-আউট পর্বে উঠলো বেলজিয়াম।
এদিকে, নিয়মরক্ষার ম্যাচে পিছিয়ে পড়েও পানামাকে ২-১ গোলে হারিয়ে সান্তনার জয় পেয়েছে তিউনিসিয়া। সারানস্কে, খেলা শুরু থেকে পানামার ওপর আধিপত্য বিস্তার করে তিউনিসিয়া। তবে ৩৩ মিনিটে তিউনিশিয়ার ইয়াসিন মেরিয়ার ওউন গোল এগিয়ে যায় পানাম। তবে ৫১ মিনিটে ফখরেদ্দিন বিন ইউসেফের গোলে সমতায় ফেরে কার্থেজের ঈগলরা। আর ৬৬ মিনিটে ওহাবি খাজরির গোলে ৪০ বছর পর আবারও বিশ্বকাপে জয় পায় তিউনিসিয়া।