ইউক্রেনের রাজধানী কিয়েভের বরফ গলতে শুরু করেছে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের উত্তাপে। ২৪ জন খেলোয়াড় নিয়ে ইতোমধ্যেই ইংলিশ দল লিভারপুল এবং স্প্যানিশ জায়ান্ট পৌছে গেছে কিয়েভে। তবে আগামীকাল শনিবার রাতের ফাইনালে যে দলই জিতুন না কেনো জয় হবে কিয়েভেরই।
তবে এই রমজান মাসে মোহাম্মদ সালাহর জন্যই তৃতীয়বার চ্যাম্পিয়ন হতে চাইছে ইংলিশরা। এই ওরেজোনােক (ফাইনাল ম্যাচকে) সামনে রেখে কিয়েভ মেতেছে রঙে আর উৎসবে। দশর্ক-সমর্থকদের বিপুল উপস্থিতিতে ব্যবসা কেন্দ্রগুলো জমজমাট হয়ে উঠেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিসচেকো হেভিওয়েট বক্সিংয়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। জীবনে ৪৭ লড়াইয়ের মাত্র দুটি হেরেছেন। নিজের জীবনের সাফল্যের মতো তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাও সাফল্যের ছোয়ায় রঙিন করতে চান। তাই তিনি মজা করে বলেন, ‘পৃথিবীর সব মেয়ররা এখন আমাকে হিংসা করছেন’।
লিভারপুলের তিন তারকা মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও রবার্টো ফিরমিনো দলের সঙ্গে প্রশিক্ষনে অংশ নেন।
এদিকে, রিয়াল মাদ্রিদ মাত্র ৫০ মিনিট অনুশীলন করেছে। জিনেদিন জিদান দলের তিন গোলকিপার কোস্টারিকান কেইলর নাভাস, স্প্যানিশ কিকো ক্যাসিলাস ও জিজুর সন্তান লুকা জিদানকে নিয়ে আলাদা সময় কাটান।
সর্বাধিক পঠিত