আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে ভারতের দেরাদুনে পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুধু তাই নয়, সিরিজে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য জানাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এবিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনেও অংশ নেয় টাইগাররা।
প্রথমে ঢাকা থেকে দিল্লি পৌছায় বাংরাদেশ ক্রিকেট দল। পরে সেখান থেকে অন্য বিমানে করে দেরাদুনে পৌছায়। দীর্ঘ ভ্রমণ জনিত ক্লান্তি থাকলেও টাইগার সদস্যদের খোশ মেজাজেই দেখা যায়।