চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করানোর চারদিন পরই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা জিনেদিন জিদান। মাদ্রিদে সংবাদ সম্মেলন ডেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তবে কোনো কারণ উল্লেখ করেননি জিদান।
২০১৬ সালের জানুয়ারিতে রাফায়েল বেনিতেজের পরিবর্তে রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব দেয়া হয়, জিনেদিন জিদানকে। প্রথম অ্যাসাইনমেন্টেই সফল তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে দলকে জেতান। গত তিন বছরে তিনি ৯টি ট্রফি এনে দেন। দু’বার জিতিয়েছেন বিশ^ ক্লাব কাপ শিরোপা, দুটি উয়েফা সুপার লিগ কাপ এবং একটি লা লিগা ও একটি সুপার কোপা। তিন বছরে ১৩টি ট্রফির মধ্যে দলকে ৯টিই জিতেছেন জিদান। রিয়ালের কোচ হিসেবে তার সাফল্য শতকরা ৭০ ভাগ। নিজের পদত্যাগ নিয়ে জিনেদিন জিদান বলেন, এটা একান্তই আমার সিদ্ধান্ত। সম্ভবত ভুল হচ্ছে, কিন্তু আমি মনেকরি সরে যাওয়ার এটাই উপযুক্ত সময়।
সংবাদ সম্মেলনে জিদানের পাশেই বসা ছিলেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। জিদানের পদত্যাগের সিদ্ধান্তে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, এটা পুরোপুরি অভাবিত সিদ্ধান্ত। জিদান গতকালই আমাকে এ বিষয়ে বলেছে। রিয়ালের সাফল্যে যা কিছু করেছে তার জন্য জিদানকে ধন্যবাদ জানাই।
চ্যাম্পিয়ন্স লিগের ৬৩ বছরের ইতিহাসে একমাত্র কোচ হিসেবে শিরোপা জয়ে হ্যাটট্রিক করার কয়েকদিন পরই জিদানের পদত্যাগ, একটি প্রশ্নবোধক চিহ্ন হয়ে রইলো।