‘এখনও আমি শতভাগ ফিট নই। কিন্তু সময় হয়ে গেছে। স্বাচ্ছ্বন্দে মুভমেন্ট করতে এখনও কিছুটা ভয় লাগে। আরও কিছুটা সময় দরকার(পুরো ফিট হতে)। রবিবার ব্রাজিলয়ান ফুটবল ফেডারেশনের মিক্সড জোনে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় নেইমার এমনটাই জানান।
তবে মিক্সড জোনে নেইমারের থাকার কথা ছিল না। হঠাৎ করেই তিনি মিক্সড জোনে এসে সংবাদকর্মীদেরকে চমকে দেন। এবং বলেন, ‘পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে আমার। কিন্তু খেলার জন্য আমি তৈরি। কোনোকিছুই আমাকে দমাতে পারবে না।’ ব্রাজিল দলের সঙ্গে লন্ডনে অনুশীলন করতে যাওয়ার কয়েক ঘন্টা আগে তিনি সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান।
ইনজুরির কারণে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন নেইমার। তবে গত ১০ দিন আগে সেলেসাওদের স্বপ্নপুরুষ নেইমার অনুশীলন শুরু করেছেন। এবং সপ্তাহখানেক যাবৎ রিওয়ের কাছে দলের হেড কোয়ার্টার টেরেসপোলিসে অনুশীলনে যোগ দেন।
সর্বাধিক পঠিত