এএফসি ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশীপে অংশ নিতে বিকেলে থাইল্যান্ড গেছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো ফুটসালের কোনো টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বুধবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি মহিলা ফুটসাল চ্যাম্পিয়নশিপে অভিষেক হবে বাংলাদেশের। বি- গ্রুপের অন্য দু’দল হলো ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। ফাইভ-এ-সাইড টুর্নামেন্ট হলেও বদলী খেলোয়াড় নামানোর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই।
ফুটবলের চেয়ে ফুটসাল অনেক গতিময় খেলা। দলের সাফল্যের ক্ষেত্রে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যও এখানে প্রদর্শন করতে হয়। দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এবারই আমরা প্রথম ফুটসাল খেলতে যাচ্ছি। এতে মেয়েদের অনেক অভিজ্ঞতা হবে। ফুটসালের গতি বেশি। মনোযোগও দিতে হয় বেশি। এখানে মেয়েদের ব্যক্তিগত নৈপুণ্যের উন্নতির সুযোগও থাকবে বেশি।’
বাংলাদেশের ম্যাচগুলোর সূচি
২ মে : বাংলাদেশ-মালয়েশিয়া
৩ মে : বাংলাদেশ-ভিয়েতনাম
৬ মে : বাংলাদেশ-চাইনিজ তাইপে