বিশ্বকাপ ফুটবলের টিকিট ইতোমধ্যেই প্রকাশ করেছে ফিফা। টিকিটের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নকল রোধে হলোগ্রামের পাশাপাশি বারকোডও থাকছে এই টিকিটে।
ম্যাচ সংক্রান্ত সবকিছুই থাকছে এই টিকিট। যেমন ফিকচার, স্টেডিয়ামের নাম, তারিখ, গেট খোলার সময় এবং খেলা শুরুর সময় সবই থাকছে এই টিকিটে। প্রত্যাকটি খেলা শুরুর তিন ঘন্টা আগেই স্টেডিয়ামের গেট খোলা হবে। তবে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল খেলার দিন চারঘন্টা আগে থেকে স্টেডিয়ামের গেট খোলা রাখার কথা লেখা আছে টিকিটে। কোন ক্যাটাগোরির টিকিট সেটাও লেখা থাকছে। সেই সঙ্গে সিট নম্বর আর রো নম্বর তো থাকছেই। নিজের সিট খুজে নেওয়ার জন্য একটি ম্যাপও দেওয়া আছে টিকিটে।
সর্বাধিক পঠিত