আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনাকে ৪-২ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। কোপা দেল রে জয়ের পর এটি চলতি মৌসুমে কাতালানদের দ্বিতীয় শিরোপা। আর এই পরাজয়ে রেলিগেটেড হয়ে লা লিগা থেকে নেমে গেলো ডেপোর্তিভো লা করুনা।
ড্র কিংবা জয়, যেকোন একটি হলেই শিরোপা আসবে ঘরে, এমন সমীকরণের ম্যাচে জয় দিয়েই শিরোপা উৎসবকে রঙিন করে তুললো বার্সেলোনা। চার ম্যাচ হাতে রেখেই লা লিগায় নিজেদের ২৫তম শিরোপা জিতে এমন আনন্দমুখর বার্সা শিবির।
টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকা বার্সেলোনা বর্তমানে নেই নিজেদের সেরা সময়ে। তবে রেলিগেশনের শঙ্কায় থাকা দেপোর্তিভোর বিপক্ষে খেলার ৭ মিনিটেই এগিয়ে যায় আর্নেস্টো ভালভার্দের দল। উসমান দেম্বেলের কাছ থেকে বল পেয়ে কাতালানদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কুটিনহো।
৩০ মিনিটে মেসির ফ্রিকিক দারুণভাবে ঠেকিয়ে বার্সাকে লিড বাড়াতে দেননি দেপোর্টিভোর গোলকিপার মার্টিনেজ।
তবে ৩৮ মিনিটে মেসিকে আর ঠেকানো যায়নি। সুয়ারেজের বাড়ানো বল দারুণ ভলিতে জালে পাঠিয়ে দলকে ২-০ তে এগিয়ে দেন। এই গোলে লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে সাত মৌসুমে ৩০ বা তারচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েন, বার্সার এই আর্জেন্টাইন তালিসমান।
এই গোলের ২ মিনিট পর লুকাস পেরেজ ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন। বিরতি থেকে ফিরেই ম্যাচে সমতা আনে লা করুনা। ৬৪ মিনিটে এমরি কোলাক গোল করলে বার্সার শিরোপা জয়ের স্বপ্নটা আপাতত থমকে যায়।
কিন্তু শিরোপার এতো কাছে এসে অপেক্ষার ক্ষণটা আর বাড়াতে চায়নি ভালভার্দের শিষ্যরা। তাই ৮২ এবং ৮৫ মিনিটে আরো দুই গোল করে নিজের হ্যাটট্রিক পুরণের পাশাপাশি বার্সেলোনাকেও শিরোপা উৎসবে মাতান পাঁচবারের বিশ্ব সেরা খেলোয়াড় লিওনেল মেসি।
চলতি মৌসুমে কোপা ডেল রে’র পর এটি বার্সেলোনার দ্বিতীয় শিরোপা জয়।