এক ঘন্টার মধ্যেই ইংলিশ প্রিময়ার লিগের দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করলো ম্যানচেস্টার ইউনাইটেড। আজ শনিবার লিগের ম্যাচে সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়ে নিজেদের হারানো স্থান আবারও দখল করে হোসে মরিনহোর দল।
রোমেলু লুকাকু প্রিমিয়ার লিগে নিজের শততম গোল করে রেড ডেভিলদের জয়ে ভূমিকা রাখেন। অন্য গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ। অবশ্য এরআগে, ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছিল লিভারপুল। এতে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষ দল ম্যানচেস্টার সিটির চেয়ে ১৩ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে হোসে মরিনহোর দল।
ঘরের মাঠে ম্যাচের শুরুটা দারুণভাবে করে ম্যানচেস্টার ইউনাইটেড। বল পজেশনের শতকরা হিসেবে ৬৭-৩৩ ভাগে এগিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার ৫ মিনিটে আলেক্সিস সানচেসের ছোট পাস পেয়ে লুকাকুর নেওয়া শট এক ডিফেন্ডারের পা ছুঁয়ে জালে জড়ায়।
এরপরও থেমে থাকেনি রেড ডেভিলদের আক্রমন। ২০ মিনিটে জেসে লিনগার্ডের বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন চিলির ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ।
চলতি মৌসুমে লিগে বেলজিয়ামের ফরোয়ার্ড লুকাকুর এটি ১৫তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬তম গোল। আর জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে আসা সানচেজের এটি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় গোল।