পাওলো দিবালাকে আর্জেন্টিনা দলে নেওয়ার পক্ষে মত প্রকাশ করলেন সাবেক তারকা খেলোয়াড় হারনান ক্রেসপো। আর্জেন্টিনার হয়ে তিনবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফরোয়ার্ড মনেকরেন দিবালাকে দলে নিলে আর্জেন্টিনার শক্তি আরও বাড়বে।
সম্প্রতি ইটালি আর স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার যে প্রীতি ম্যাচ খেলেছে তাতে দিবালাকে দলভূক্ত করা হয়নি। তিনি উপেক্ষিত ছিলেন। এদিকে, লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় স্প্যানিশদের কাছে।
ক্রেসপো বুঝতে পারছেন না যে কি কারণে কোচ জর্জ সাম্পাওলি জুভেন্টাসের ফরোয়ার্ড দিবালাকে দলে নিচ্ছেন না। তিনি বলেন, ‘ফ্যান হিসেবে বুঝতে চেষ্টা করেছি, কিন্তু দিবালাকে বাদ দেওয়ার বিষয়টা আমাকে আশ্চর্য করেছে।’ ৪২ বছর বয়সী ক্রেসপো মনে করেন মেসির ওপর চাপ কমাতেই আর্জেন্টিনা দলে পাওলো দিবালাকে নেওয়া উচিত। রাশিয়া বিশ্বকাপে ডি গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।