প্রতিভা অন্বেষণ এবং ভালো খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আন্ত:জেলা বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ।
ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে, তিনদিনের এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেবে। বিওএ ভবনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাউন্ড রবীন লিগ পদ্ধতির এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার আর রানার্সআপ দলকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের অপরারেটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার এবং বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ. কে. সরকার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
সর্বাধিক পঠিত