৩৩টি জেলার ৬৬টি জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে আন্ত;জেলা নারী ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দু’দিনের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
এ সময় উপস্থতি ছিলেন বাংলাদশে ব্যাডমন্টিন ফেডারেশেনর সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন বাহার, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানত্রেী মাহাবুব আরা গিনি, সংস্থার সাধারণ সম্পাদকিা হামদিা বেগম ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সৈয়দা মরিয়ম তারেক। বিভিন্ন জেলার শাটলাররা একক ও দ্বৈত- এই দুই ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সর্বাধিক পঠিত