বাবল গাম অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) শুরু হয়েছে। আজ রোববার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ষ্টেডিয়ামে, বালক বিভাগে জিতেছে স্কলাসটিকা উত্তরা ও সানিডেল। এবং বালিকা বিভাগে জয় পেয়েছে, হীড ইন্টারন্যাশনাল স্কুল, সিদ্ধেশরী বালিকা উচ্চ বিদ্যালয় ও স্কলাসটিকা উত্তরা।
এরআগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নজীব আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কাজী আব্দুল হাকিম, ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাসুম সামিয়া শিলা এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক আয়শা জামান খুকী।
সর্বাধিক পঠিত