অবশেষে দল পেলেন গতিমানব উসাইন বোল্ট। তবে প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড নয়। কিন্তু খেলবেন ওল্ড ট্রাফোর্ডেই। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ নয়। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। অ্যাথলেটিকস থেকে সদ্য অবসর নেয়া ৩১ বছর বয়সী বোল্ট মুখোমুখি হবেন জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামসের।
সোমবার এক টুইটার বার্তায় বোল্ট ঘোষণা দিয়েছিলেন তিনি একটি ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ২৪ ঘন্টা পর। তার নতুন দলের নাম ‘সকার এইড ওয়ার্ল্ড একাদশ’। যেখানে বিভিন্ন পেশার মানুষ জাতিসংঘের শিশু তহবিলের জন্য অর্থ সংগ্রহ করবে।
রাশিয়া বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র একদিন আগে আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে ম্যাচটি। অলিম্পিকে ৮টি স্বর্ণপদক জয়ী বোল্ট ১১ বার জয় করেছেন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। এছাড়া ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডটিও এখনো বোল্টের দখলে।