পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তালিসমান ক্রিস্টিয়ানো রোনালদো আরও তিনটি ব্যালন ডি’অর জিততে চান। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে ১৪ ম্যাচে ২০ গোল করা ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, অবসরে যাওয়ার আগে তিনি আরও তিনটি ব্যালন ডি’অর জয়ের আশা করছেন।
যদিও এখনও ক্লাব এবং দেশকে অনেক কিছুই দেওয়ার আছে বিশ্ব সেরা ফুটবলার রোনালদোর তবু তিনি জানান, অবসরে যাওয়ার সময়ে নিজের হাতে অন্তত আটিট ব্যালন ডি’অর দেখতে চান তিনি। তবে এখনও পর্যন্ত যা অর্জন তার, সেটা নিযেও খুশি তিনি।
সম্প্রতি তিনি প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সমান ৫ টি ব্যালন ডি’অর জিতেছেন। কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন লিগে শেষ ষোলর প্রথম লেগে রোনালদোর রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে পরাজিত করেছে প্যারিস সেন্ট জার্মেইকে।