ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রামে রাখাটাই বোধহয় কাল হলো রিয়াল মাদ্রিদের। তাতে লা লিগায় এস্পানিওলের কাছে ১-০ গোলে হেরে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। ২০০৭ সালের পর রিয়ালের বিপক্ষে এটাই এস্পানিওলের প্রথম জয়।
গতকাল মঙ্গলবার রাতে এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে, মাঝমাঠ ও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া নামে জিনেদিন জিদানের দল। প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিরতির পর উন্নতি তো হয়ইনি। তাতে ফলাফলেও পড়ে প্রভাব।
অবশ্য খেলার ৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগছিল রিয়ালের। কিন্তু গ্যারেথ বেলের হেড দিয়ে গোল করার চেষ্টা ঠেকিয়ে দেন এস্পানিওয়েল গোলরক্ষক।
এমনিভাবে এগিয়ে যেতে থাকে খেলার সময়। অনেক সুযোগ নষ্ট করার পর, ইনজুরি টাইমের শেষ মিনিটে জয়সূচক গোলটি করেন মোরেনো। গার্সিয়ার ক্রস ডি-বক্সে পেয়ে জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ এই ফরোয়ার্ড। এই নিয়ে লিগে পঞ্চম হারের স্বাদ পাওয়া রিয়াল ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের তৃতীয় স্থানে।