মুম্বাইয়ের এক ছাত্র ১০৪৫ রানে অপরাজিত থেকে স্কুল ক্রিকেটে বিশ্বরেকর্ড করেছেন। মঙ্গলবার তার কোচ মানিশ একথা জানায়।
তানিস্ক গাভাতি নামের এই স্কুল ছাত্র ২০১৬ সালে গড়া পারাব ধানাওয়াদের ১০০৯ রানের রেকর্ড ভাঙেন।
ইয়াশান্তরাও চ্যাভন স্কুলের হয়ে দুইদিনে গাভাতি বিশ্বরেকর্ড গড়া এই ইনিংসটি খেলার পথে ৫১৫ বল মোকাবেলায়, ১৪৯টি চার এবং ৬৭টি ছক্কা মারেন।
দলের কোচ মানিশ জানান, ‘আগে সে ওয়ান বা টু ডাউনে ব্যাট করতো। কিন্তু এদিন সে ব্যাটিং উদ্বোধন করার অনুমতি চায়। সে ভালো করবে এই বিশ্বাস ছিল আমার।’
তবে দু:খজনক হলেও সত্যি যে কিশোর তানিস্ক গাভাতির ১০৪৫ রান রেকর্ড বুকে ঠাঁই পাবে না। কারণ অনূর্ধ্ব-১৪ নেভী মুম্বাই শিল্ড টুর্নামেন্টটি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন স্বীকৃত নয়।