তিন বছরেরও বেশি সময় পর টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল হক। আর তার শতরানের ওপর ভিত্তি করেই চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন আগ্রাসী সূচনা করা বাংলাদেশ এখন শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে ।
সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৬ বলে ফিফটি তুলে ৫২ রানে পেরেরার বলে বোল্ড হয়ে সাজঘরের ফেরেন তামিম ইকবাল। মধ্যাহ্ন বিরতির আগের শেষ বলে ইমরুল কায়েসও সাজঘরে ফিরলে কিছুটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা।
তবে বিরতির পর মুশফিককে সাথে নিয়ে একই মেজাজে ব্যাট করে ক্যারিয়ারের ১৩ তম টেস্ট ফিফটি তুলে দলের রানের খাতা সচল রাখেন মুমিনুল হক। চা বিরতির ঠিক আগে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট শতক তুলে নিয়ে স্বাগতিকদের বড় স্কোরের ভিত গড়ে দেন মুমিনুল।
২০১৪-র নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ তিন অঙ্কের কোঠা পার করেছিলেন এই বাঁহাতি। চা বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৫৬ ওভারে ২ উইকেটে ২৫০ রান। মুমিনুল ১০৭ ও মুশফিকুর রহিম ৪৭ রানে অপরাজিত আছেন।