বাংলাদেশের পক্ষে টেস্টে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুমিনুল হক। দেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসিবে দুই হাজার রানের ক্লাবে নাম লেখালেন তিনি। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে ১৭৫ রানের অপরাজিত আছেন মুমিনুল। লংকানদের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
টেস্ট ক্যারিয়ারের শুরু থেকেই বাংলাদেশ দলে ভরসার প্রতীক যে মুমিনুল হক, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তা আরও একবার প্রমাণ করলেন। অথচ হাথুরুসিংহের আমলে তিনি দলে সুযোগ পেতেন জনতার দাবী হিসেবে। এবার সেই হাথুরুকেই নিজের সামর্থ্য দেখালেন মুমিনুল।
দিনের প্রথম সেশনে দলীয় ৭২ রানে তামিমের উইকেট হারানোর পর, মাঠে নামেন কক্সবাজারের ক্রিকেট প্রিন্স। এরপর চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটাই হয়ে ওঠে মুমিনুলময়।
ব্যাটিং উপযোগী উইকেটে খেলেছেন ওয়ানডে স্টাইলে। ৫৯ বলে ফিফটি করা মুমিনুল সেঞ্চুরি ছুঁয়েছেন ৯৬ বলে। ১৩ বাউন্ডারি হাকিয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তাতে প্রায় চার বছর পর আবারও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার উল্লাসে মাতেন মুমিনুল।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলেই থেমে যাননি মুমিনুল। ক্যারিয়ারে দ্বিতীয়বার দেড়শ রানেই মাইলক স্পর্শ করেছেন দিনের শেষ সেশনে।
দিনটিকে আরও স্মরণীয় করে রাখলেন ২ হাজারী রানের ক্লাবে নাম লিখিয়ে। যা বাংলাদেশের হয়ে দ্রুততম। ২ হাজার রান করতে তামিম খেলেছিলেন ৫৩ ইনিংস। আর মুমিনুল করলেন ৪৭ ইনিংসে।
দিন শেষে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ১৭৫ রানের অপরাজিত আছেন মুমিনুল। চারবছর আগে এই চট্টগ্রামেই নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানেই থামে মুমিনুলের ডাবল সেঞ্চুরির স্বপ্ন। বৃহস্পতিবারও মুমিনুলের ব্যাটিং সৌরভে মোহিত হবার অপেক্ষায় ভক্তরা। সেই সঙ্গে অপেক্ষা একটি ডাবল সেঞ্চুরি দেখার।